ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আজ চীন যাচ্ছেন বিমানবাহিনী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ছয় দিনের সরকারি সফরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত আজ রোববার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পিএলএ বিমানবাহিনীর আমন্ত্রণে এ সফরে বিমানবাহিনী প্রধানের সঙ্গে তার স্ত্রী ও তিনজন সফরসঙ্গী রয়েছেন।

সফরকালে বিমানবাহিনী প্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেং ও দেশটির বিমানবাহিনীর কমান্ডার জেনারেল ডিং লাইহাংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্নিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এ ছাড়া তিনি চীন সফরকালে দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স, এভিয়েশন ইনস্টিটিউট অব পিএলএ এএফ রিসার্চ একাডেমি, চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী ও চীনের বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

- আইএসপিআর

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি