ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সবজি আবাদ করে লাভবান জয়পুরহাট ও গোপালগঞ্জের চাষীরা

প্রকাশিত : ১৩:০৯, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ১১ ডিসেম্বর ২০১৬

সবজি আবাদ করে বেশ লাভবান হয়েছেন জয়পুরহাট ও গোপালগঞ্জের অনেক চাষী। কম খরচে লাভ বেশি হওয়ায় ধান বাদ দিয়ে অনেকেই ঝুকছেন সবজি চাষে। বিভিন্ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও সবজি চাষের ধারণা দেয়ায় চাষীরা উপকৃত হচ্ছেন বলে মনে করছে কৃষি বিভাগ। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন। বিস্তীর্ণ এলাকাজুড়ে চাষ হয়েছে শশা। খরচ কম লাভ বেশি; তাই কৃষকের মুখেও আনন্দের হাসি। জেলার ক্ষেতলাল উপজেলার যেসব জমিতে আগে ধান চাষ করা হতো সেখানে এখন নানা জাতের সবজি’র চাষ করা হয়েছে। উপজেলার প্রায় চার’শ একর জমিতে করলা, চিচিঙ্গা, বেগুন, মরিচ ও শশাসহ নানা সবজি চাষ করে লাভবান হয়েছেন চাষীরা। সবজি চাষে কৃষকদের নানা পরামর্শ দেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিস্তৃীর্ণ এলাকা জুড়ে রয়েছে ৫ হাজারেরও বেশি মাছের ঘের। এসব ঘেরে মৌসুম অনুযায়ী নানা জাতের সবজি চাষ করে সাবলম্বী হয়েছেন অন্তত তিন হাজার পরিবার। বিভিন্ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও সবজি চাষে ধারণা দেওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন বলে জানান কৃষি কর্মকর্তা। তবে চাষাবাদে সহযোগিতাসহ ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি কৃষকদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি