ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নিয়ম না মেনে সাভারে হাঁস-মুরগীর খাবার তৈরির কারখানা গড়ে উঠেছে

প্রকাশিত : ১৩:০৫, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:০৫, ১১ ডিসেম্বর ২০১৬

নিয়ম নীতির তোয়াক্কা না করে সাভারের ভাকুর্তায় গড়ে উঠেছে হাঁস-মুরগীর খাবার তৈরির অসংখ্য কারখানা। এ’সব কারখানায় ব্যবহৃত বিপুল পরিমাণ এসিডের বর্জ্য এবং বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে ফসলি জমি ও চারপাশের পরিবেশ। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের বাসিন্দারা। নিয়ম না মেনে সাভারের ভাকুর্তায় ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে হাঁস-মুরগীর খাবার তৈরির অর্ধশতাধিক কারখানা। ট্যানারির বর্জ্য মেশিনে পোড়ানোর পর, রোদে শুকিয়ে হাঁস-মুরগীর খাবার তৈরি হয় এসব কারখানায়। বড় বড় চুল্লির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। এতে নষ্ট হচ্ছে গাছপালা, ফসলী জমি। শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের মানুষ। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে অসুস্থ হচ্ছেন শ্রমিকরাও। তবে, এ’সব বিষয়ে কথা বলতে নারাজ কারখানা কর্তৃপক্ষ। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কারখানা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ’ব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চায় ভাকুর্তাবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি