ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে সরকারি কর্মকর্তার বাসার গৃহকর্মীকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

প্রকাশিত : ১৭:৩৮, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৩৮, ৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরের ন্যাম গার্ডেনে সরকারি কর্মকর্তার বাসার এক গৃহকর্মীকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও থানা ঘেরাও করে। সেসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই সরকারি কর্মকর্তা ও তার ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে মিছিল করে গৃহকর্মী জানিয়ার মরদেহ নিয়ে থানায় আসে বিক্ষুব্ধ এলাকাবাসী। এক পর্যায়ে থানা ঘেরাও ও রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। বাধে পুলিশের সঙ্গে সংঘর্ষ। পরিবারের অভিযোগ গৃহকর্মী জানিয়া বেগম মিরপুর ১৩ নম্বরের সরকারী কর্মকর্তাদের বাসভবন ন্যাম গার্ডেনের ৩ নম্বর ভবনের ৪-বি নম্বরে জাতীয় মুক্তিযুদ্ধো কাউন্সিলের যুগ্ম সচিব আহসান হাবিবের বাসায় কাজ করতেন। গেল রোববার ধর্ষনের পর তাকে ছাদ থেকে ফেলা খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। রোববারই কাফরুল থানা পুলিশ একটি অপমৃত মামলা করে বাসার দারোয়ানসহ চারজনকে আটক করে। একদিন পর নিহতের বাবা ওসমান গনি যুগ্ম সচিব আহসান হাবিব, তার স্ত্রী ও ছেলেকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের পর আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে সেনপাড়া কবরস্থানে জানিয়াকে দাফন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি