ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২ মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত : ১৯:০০, ১১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০০, ১১ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থী। সরকারি দলের প্রভাবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেছেন সাখাওয়াত হোসেন। আর আইভির দাবি, নৌকার বিজয়ে নগরবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। এদিকে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মাইকিং, মিছিল আর গণসংযোগের মাধ্যমে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। সেই সাথে প্রধান দলগুলোর প্রার্থীরা মুখর হয়ে উঠেছেন পরস্পরের সমালোচনায়। রোববার কর্মী-সমর্থকদের নিয়ে শহীদ নগর এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নির্বাচনে সেনা মোতায়েন না করার সিদ্ধান্তকে সরকার দলীয় প্রার্থীর বক্তব্যের প্রতিফলন বলে দাবি করেন তিনি। এদিকে, শীতলক্ষ্যার পূর্বপাড়ে বন্দর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। এ’সময় বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রচারে পিছিয়ে নেই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও। এদিকে, কোথাও যাতে আচরণবিধি লংঘন না হয়, সে ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। আর যোগ্য জনপ্রতিনিধি বাছাইয়ে হিসেব কষতে শুরু করেছেন ভোটাররাও।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি