ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক মিঠু আকস্মিক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত : ১৭:৩৮, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৫৩, ৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

গাছ চাপা পড়ে নিহত হয়েছেন চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডির চার নম্বর সড়কে রিকশায় করে যাবার সময় এই দূর্ঘটনা ঘটে। হাসপাতালে নেবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক পরিমন্ডলের মানুষেরা । mithuসোমবার দুপুরে এলিফ্যান্ট রোডের নিজের অফিস থেকে রিকসায় চড়ে বাসায় ফিরছিলেন বরেণ্য চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। ধানমন্ডির চার-এর ভেতরে ঢুকতেই হঠাৎ রিকশার উপর ভেঙে পড়ে বিশাল কৃষ্ণচুড়া গাছ। প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালক প্রাণে বাঁচলেও, বাঁচানো যায়নি জাতীয় পুরস্কার প্রাপ্ত এই নির্মাতাকে। ঘটনার পর পৌনে তিনটার দিকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে খালিদ মাহমুদ মিঠুর । এদিকে এই সংবাদ শুনে খালিদ মাহমুদ মিঠুর বাসভবনে জড়ো হন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। বেলা চারটার দিকে মরদেহ নিজের বাসায় নেয়া হলে নেমে আসে শোকের ছায়া।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি