ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাওতালকে যেন পুলিশের হাতে নির্যাতিত হতে না হয় সতর্ক থাকার আহবান মানবাধিকার কমিশনের

প্রকাশিত : ১৯:১১, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১১, ১২ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আর কোন সাওতালকে যেন পুলিশের হাতে নির্যাতিত হতে না হয় সেব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এদিকে চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদের ঘটনায় সাঁওতালদের বাঙ্গালী দুষ্কৃতিকারী বলায় হাইকোর্টে নিশর্ত ক্ষমা চেয়েছেন গাইবান্ধার জেলা পশাসক। গাইবান্ধার গোবিন্দোগঞ্জে সাওতাঁল পল্লী পরিদর্শনে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ সংসদীয় কমিটির সদস্যরা। সাওতাল পল্লী জয়পুর ও মাদারপুর গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ্য মানুষের সাথে কথা বলেন তারা। পরে তারা বলেন, এটি তাদের জমি রাখার আন্দোলন। কাজেই তাদের প্রতি সহয়তার হাত বাড়ানো সরকারের দায়িত্ব। পরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সংবিধান বাংলাদেশের সকল মানুষকে স্বাধীনভাবে চলাফেরার অধিকার দিয়েছে। কাজেই সাওতালদের স্বাধীনতায় হস্তক্ষেপ মানবাধিকারের চরম লঙ্ঘন। এদিকে গোবিন্দগঞ্জে চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদের সময় গুলির ঘটনায় তদন্ত কমিটি গঠনের আদেশে সাঁওতালদের বাঙ্গালী দুষ্কৃতিকারী বলায় হাইকোর্টে হাজির হয়ে নিশর্ত ক্ষমা চেয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক। ওই একই শব্দের জন্য এবার গাইবান্ধা পুলিশের বিশেষ শাখার সুপারকে তলব করেছে আদালত। তাকে আগামী ২ জুনয়ারি হাই কোর্টে হাজির ওই ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি