ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণ খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর আহবান

প্রকাশিত : ১৪:৩১, ১৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৫, ১৩ ডিসেম্বর ২০১৬

সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বে জাতির মর্যাদা অক্ষুন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মঙ্গলবার সকালে মিরপুর সেনানিবাসে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ’সব কথা বলেন। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক কারণে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের সার্বিক উন্নয়নে বাধা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলার মাটিতে এ’সব অপশক্তির ঠাঁই হবে না। যেকোনো বিশৃঙ্খলা রুখতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণ খুঁজে বের করতে হবে। ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের মর্যাদায় পৌঁছাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের একটি আদর্শ মডেল। এ’সময় জাতীয় দুর্যোগে সশস্ত্র বাহিনীর ইতিবাচক অবদানের ভূয়সী প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। এর আগে, চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে উত্তীর্ণদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি