৭ খুন মামলায় সাবেক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা বাতিলের শুনানিতে বিব্রত বিচারক
প্রকাশিত : ১৯:৩৩, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ২১:১৫, ৭ মার্চ ২০১৬
নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন শুনানিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের বিচারক। পরে মামলাটির নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
সোমবার এ রিটের আদেশ দেয়ার দিন ধার্য ছিল। বিকেল ৩টার দিকে বিচারপতি এমদাদুল হক ও এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ বিব্রতবোধ করে রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি আবেদন শুনানির জন্য পৃথক বেঞ্চ গঠন করবেন। গেলো ২৪শে ফেব্র“য়ারি মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ এ রিট দায়ের করেন। রিটে মামলার আইনগত বৈধতা নেই উল্লেখ করে মামলা বাতিলের আরজি ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
আরও পড়ুন