ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্ক চার্জড শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি

প্রকাশিত : ১৮:৪৫, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৫, ১২ ডিসেম্বর ২০১৬

জাতীয় স্কেলের সাথে সমন্বয় করে পেনশনের দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্ক চার্জড শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি। সোমবার সকালে নগরীর আগ্রাবাদে বিটিসিএল কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা শ্রমিক-কর্মচারীদের সরকারী পেনশনভুক্ত করে দাবি জানান। সংগঠনের আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব আবদুস শুক্কুরসজহ অন্যন্যরা বক্তব্য রাখেন। পরে বিটিসিএল কার্যালয়ের এলাকায় বিক্ষোভ-মিছিল করেন শ্রমিক-কর্মচারিরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি