ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা

প্রকাশিত : ১৮:৪৩, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ১২ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষক গাজী সালাউদ্দিন। সোমবার সকালে মামলাটি আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মামলায় বলা হয়, মুক্তিযুদ্ধের সময় গাজী সালাউদ্দিন ১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। অথচ ২৮ নভেম্বর এক অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে তাঁর সম্মানহানি হয়েছে উল্লেখ করে তিনি আদালতে মামলাটি দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি