ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিজয় দিবসে কর্মসুচী সফল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের মতবিনিময়

প্রকাশিত : ১৮:৪৪, ১২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৪, ১২ ডিসেম্বর ২০১৬

বিজয় দিবসে কর্মসুচী সফল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন। সোমবার সকালে সিটি কর্পোরেশনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও বিজয় দিবস উপলক্ষ্যে সংগীত, আবৃত্তি, কুচকাওয়াজসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও ২৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সংবর্ধনা দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয় সভায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি