ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ টি-টুয়েন্টি ক্রিকেটের বাছাই পর্বের খেলা শুরু হচ্ছে আগামীকাল

প্রকাশিত : ১৯:২২, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২২, ৭ মার্চ ২০১৬

wct20ভারতের নাগপুরে হংকং-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বিশ্বকাপ টি-টুয়েন্টি ক্রিকেটের বাছাই পর্বের খেলা। উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ভারতের নাগপুরে পৌছে গেছে হংকং ও জিম্বাবুয়ে। রিতিমত কঠোর অনুশীলও করেছে তারা। জিম্বাবুয়ে দলকে অভিজ্ঞ মানলেও তাদের দুর্বলতা কাজে লাগিয়ে জিততে চায় হংকং। এদিকে বাছাই পর্বের বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয়াই জিম্বাবুয়ের মূল লক্ষ্য। নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া অসম্ভব নয় বলে মনে করে জিম্বাবুয়ে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি