ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বাঙালির বিজয়ের মাস মুক্তির মাস ডিসেম্বর

প্রকাশিত : ১৬:২২, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২২, ১৪ ডিসেম্বর ২০১৬

ডিসেম্বর বাঙালির বিজয়ের মাস মুক্তির মাস। তাইতো প্রিয় জাতীয় পতাকার লাল সবুজ রঙের আদলে গড়ে ওঠা বিভিন্ন পোশাকে সেজে উঠেছে দেশি ফ্যাশন হাউজগুলো। শুধু বিজয়ের মাসের জন্যই নয়, বছরের পুরোটা সময় বিশেষ বিশেষ দিবস ঘিরে নিজস্ব স্বকীয়তায় তুলে ধরে এ’সব ফ্যাশন হাউজ। বিজয়ের কবিতা ও গানের কথার সংযোজনে জাতীয় পতাকার লাল ও সবুজ রংকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে পোশাক। বিশেষ দিনে, বিশেষ ডিজাইনের পোশাক পরার আনন্দ, আর ভবিষ্যৎ প্রজন্মকে বিজয়ের মাসের কথা জানানোর জন্যই এমন পোশাক কেনা বলে জানালেন ক্রেতারা। ট্র্যাডিশনাল ফুল, পাতা, মাছ, পাখির বাইরেও বিমূর্ত ধারার শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে মসলিন শাড়িতে। প্রতিটি শাড়িতেই রয়েছে নিজস্ব স্বকীয়তা। ফাইন আর্টসে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে দেশীয় মসলিন ও তাঁতের শাড়ির ওপর নিজস্ব কৌশলে নিঘাত ইমাম তৈরি করেন এই বিশেষ শাড়ি সম্ভার। আর এটিই প্রিয়ালী কালেকশনের মূল ধারক বলে জানান প্রিয়ালীর সত্ত্বাধিকারী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি