ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

২০ বছর পর পানির অভাবে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে দাবী পবার

প্রকাশিত : ১৯:৩০, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৩৪, ৭ মার্চ ২০১৬

চলমান নদী দূষণ ও দখল অব্যাহত থাকলে আগামী ২০ বছর পর পানির অভাবে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলে দাবী পরিবেশ বাঁচাও আন্দোলন পবার। দুপুরে পবার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবী করে সংগঠনটি। pobaভাটির দেশ বাংলাদেশের রাজধানী ঢাকার চারদিকে ঘিরে আছে বশে কয়েকটি নদী। তবে দখলের কবলে পড়ে, ব্যাবহারের অযোগ্য হয়ে পড়েছে এনদীগুলোর পানি। পাশাপাশি নদী থেকে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। জানা যায় প্রতিদিন ১৪ লক্ষ ঘনমিটার বর্জ্যরে মধ্যে পরিশোধন করা হচ্ছে মাত্র ৫০ হাজার ঘন মিটার। অবশিষ্ট সাড়ে তেরো লক্ষ বর্জ্য অপরিশোধন অবস্থায় নদীতে চলে যাচ্ছে। পরিবেশ বাঁচাও আন্দোলন পবা গেলো দুই বছর ধরে ঢাকার নদী দূষণ নিয়ে পরীক্ষা এবং দখলের উপর গবেষনা চালিয়ে আসছে! পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর আলোকে নদীতে সেচকাজ ও শিল্পকারখানাসহ নানা কাজে ব্যাবহারে প্রতিলিটার পানিতে কমপক্ষে ৫মিলিগ্রাম দ্রবিভ’ত অক্সিজেন প্রয়োজন। পানযোগ্য পানির জন্য প্রতি লিটারে ৬ মিলিগ্রাম বা তার চেয়ে বেশী অক্সিজেন থাকা উচিত। অথচ ঢাকা বা এর চারপাশের নদীর পানিতে অক্সিজেন আছে মাত্র শুন্য দশমিক ৬ মিলিগ্রাম ।এর মধ্যে, ট্যানারী, টেক্সটাইল সহ নানা শিল্পকারখানার বর্জ্য অনেক বেশী। জন সচেতনতার পাশাপাশি আইন বাস্তবায়নের মাধ্যমেই কেবল একটি বাস যোগ্য ঢাকা শহর গড়া সম্ভব বলে মনে করে পবা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি