ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সকল প্রাইমারী স্কুল মাল্টিমিডিয়ার আওতায় আনা হবে বলে

প্রকাশিত : ১৯:২৮, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩৬, ১৪ ডিসেম্বর ২০১৬

২০২১ সালের মধ্যেই দেশের সকল প্রাইমারী স্কুল মাল্টিমিডিয়ার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একসেস-টু ইনফরমেশন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ই-প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে মন্ত্রী দেশ গড়ার কাজে শিক্ষকদের আত্ব নিয়োগের আহ্বান জানিয়ে আরো বলেন, দেশের ১ লাখ ২১ হাজার শিক্ষককে প্রশিক্ষনের আওতায় আনতেই এই কার্যক্রম। মুক্তপাঠ, ই-লার্নিং, এম লার্নিংসহ দূরশিক্ষণ প্রশিক্ষণে শিক্ষকদের বাড়তি সহায়ক হবে বলেও জানান তিনি। কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগপ্রাপ্ত ইন্সট্রাকটরদেরকে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরী বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি