স্বাধীনতার এত বছর পরও রায়েরবাজার বধ্যভূমিতে এসে কাঁদে বাঙালীর মন
প্রকাশিত : ০৯:১৮, ১৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:১৮, ১৫ ডিসেম্বর ২০১৬
স্বাধীনতার এত বছর পরও রায়েরবাজার বধ্যভূমিতে এসে ভারাক্রান্ত হয় বাঙালীর মন। হৃদয় কাঁদে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনায়। তবে, পাকিস্তানী হানাদার ও তাদের এদেশীয় দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করলেও, দমাতে পারেনি বাঙালী জাতিকে।
পাকিস্তানীদের নৃশংসতম হত্যাযজ্ঞের অন্যতম সাক্ষী রায়েরবাজার বধ্যভূমি। বাঙালীর বিজয়ের রক্তলাল সূর্য উদয়ের ঠিক আগমুহুর্তে জাতির মেধাবী সন্তানদেও রক্তে সিক্ত হয় রায়েরবাজার।
বধ্যভূমিতে এসে মুক্তিসংগ্রামের সেই সূর্যসন্তানদের স্মরণে বেদনায় আচ্ছন্ন হয় তরুণ প্রজন্মের হৃদয়ও।
স্বাধীনতা পরবর্তী সময়ে জন্ম নেয়া এ’সব তরুণও মনে করে, বাঙালী জাতিকে স্থায়ীভাবে শৃংখলে আবদ্ধ করার প্রাসাদ ষড়যন্ত্র ছিল বুদ্ধিজীবী হত্যার পেছনে। তাই শুধু বিজয়ের মাসেই নয়, স্বাধীনতার চেতনা উজ্জীবিত রাখতে সারাবছরই বধ্যভূমিতে যাওয়া প্রয়োজন বলে মনে করে তারা।
রক্তে ভেজা বাংলায় প্রজন্মের পর প্রজন্ম নেবে মুক্ত নি:শ্বাস- এই প্রত্যাশা সবার।
আরও পড়ুন