ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মমতার টুইট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ২৯ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন ছিল গতকাল শনিবার। বিশেষ দিনটিতে তাকে দেশি-বিদেশি অনেক গুণগ্রাহী ও শুভাকাঙ্খী তাকে শুভেচ্ছা জানান। বাদ যাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। 

টুইট বার্তায় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মমতা লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। ভারত বাংলাদেশ মৈত্রী আরো দৃঢ় হোক, এই কামনাই করি। 

জন্মদিন উপলক্ষে এদিন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বায়তুল মোকাররমে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়। বিভিন্ন আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার জন্মদিন উদযাপনে করে।

সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিময়িং’র তরফে শেখ হাসিনার জন্য ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। চীনা দূতাবাসের কর্মকর্তা ইউ প্যাং’র নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন।

প্রধানমন্ত্রী এখন জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দেয়ায় তার পক্ষে ফুল গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও প্রটোকল অফিসার খুরশিদ আলম।

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি