জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১২:২৮, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:২৯, ১৬ ডিসেম্বর ২০১৬
মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগের পর, তা উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী।
ভোরের আলো ফোটার সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তিন বাহিনীর একটি চৌকস দল এ’সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এরপর একে একে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্র বাহিনীর সদস্য, মুক্তিযুদ্ধে বন্ধু রাষ্ট্র রাশিয়া ও বিভিন্ন দেশের কূটনীতিকরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ধীরে ধীরে দীর্ঘ সময়ের গ্লানি মুছে প্রত্যাশা আর প্রাপ্তির সম্মিলন ঘটাচ্ছে বাংলাদেশ।
এরপর সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে।
আরও পড়ুন