ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ৩০ সেপ্টেম্বর ২০১৯

মাত্র এক বছরের ব্যবধানে সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ারের জরিপ-২০১৯ অনুযায়ী, বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে ৪৫তম শক্তিশালী দেশে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে সংস্থাটির গবেষণা অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ৫৬তম।

এই শক্তির জরিপে কোনও দেশের পরমাণু শক্তির বিষয়টি ধর্তব্যে নেয়া হয়নি। তবে স্বীকৃত ও সন্দেহভাজন পরমাণু শক্তিধর দেশগুলোকে বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। কেবল একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যা দিয়ে এই শক্তিমত্তার বিষয়টি নির্ণয় করা হয়নি। দেশটির সামরিক সরঞ্জাম কতটা বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে। 

সামরিক শক্তি নিয়ে গবেষণাকারী আন্তর্জাতিক এ সংস্থাটির সাম্প্রতিক তথ্যে বলা হয়েছে, সার্বিক বিবেচনায় বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থান এখন বিশ্বের ৪৫তম।

উল্লেখ্য, গ্লোবাল ফায়ার বিশ্বের বিভিন্ন দেশের সামরিক খাতের তথ্য সংগ্রহ ও গবেষণা করে প্রতি বছর এ ধরনের একটি তালিকা প্রকাশ করে। যেখানে সামরিক শক্তির দিক থেকে শক্তিশালী দেশগুলোকে ক্রমানুযায়ী সাজানো হয়।

এমএস/এনএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি