ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাষ্ট্রপতি খুলনায় যাবেন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ৩০ সেপ্টেম্বর ২০১৯

দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার খুলনায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরদিন বুধবার সকাল ১০টায় খুলনার খালিশপুরে অবস্থিত নৌঘাঁটি বানৌজা তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

নৌঘাঁটি বানৌজা তিতুমীরের সার্বিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করা হবে। এ নতুন দিগন্তের সূচনালগ্নে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো নৌঘাঁটিতে।

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান শেষে বুধবার খুলনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি