ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে চকোরিয়ায় বাস-হিউম্যান হলারের সংঘর্ষ, নিহত বাবা-মেয়েসহ ৪

প্রকাশিত : ১৮:৩৮, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ১৬ ডিসেম্বর ২০১৬

কক্সবাজারে চকোরিয়ায় বাস-হিউম্যান হলারের সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে স্থানীয় মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি