ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

স্বচ্ছ ভাবমূর্তি কাজে লাগিয়ে জয়ের আশা করছেন আইভি, জয় পেতে নেতাকর্মীদের ওপরই ভরসা রাখছেন সাখাওয়াত

প্রকাশিত : ১৭:২০, ১৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৯, ১৭ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নিজের স্বচ্ছ ভাবমূর্তি কাজে লাগিয়ে জয়ের আশা করছেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। আর জয় পেতে দলের নেতাকর্মীদের ওপরই ভরসা রাখছেন বিএনপির প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন। এদিকে, নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে আচরণবিধি লংঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন প্রার্থীরা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বাকি আর কয়েকদিন। শেষ মুহুর্তে সব ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। তাইতো কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন তারা। সিদ্ধিরগঞ্জের শিমরাইল, হিরাঝিলসহ দুই নং ওয়ার্ড ও বেশ কয়েকটি এলাকার ভোটারদের কাছে ভোট চেয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সরকার দলীয় প্রার্থী আচরণবিধি মানছে না বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়ত আইভী শীতক্ষ্যার পূর্বপাড়ে দড়ি সোনাকান্দা, ঋষিপাড়া, চৌধুরীপাড়া, রেললাইনসহ ২১ ও ২২ নং ওয়ার্ডে গনসংযোগ করেছেন। তার স্বচ্ছ ভাবমুর্তির কারণে নারায়ণগঞ্জবাসী নৌকাকেই জয়ী করবে বলে মনে করছেন তিনি। এদিকে মেয়র পদে এলডিপি প্রার্থী কামাল প্রধান প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি