ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তামাক নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৯’ খসড়া  চূড়ান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:২৯, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

‘জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৯’খসড়া  চূড়ান্ত করা হয়েছে এবং এটি সহসা চূড়ান্ত করার জন্য মন্তসিভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব  শেখ ইউসুফ হারুন। 

আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মলনে কক্ষে ‘ইমার্জিং  টোবাকো প্রডাক্ট (ই-সিগারেট, এইচটিপি): বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত  ও আমাদের করণীয়’ শিরোনামে এক ব্রিফিংয়ে  তিনি এ তথ্য তুলে ধরে বলেন, তামাক নিয়ন্ত্রণে সরকারে পদক্ষেপের কারণে তামাকের ব্যবহার ২০১৭ সালে কমে ৩৫.৩ শতাংশে নেমে এসেছে। যা ২০০৯ সালে ছির ৪৩.৩ শতাংশ। আমরা তামাকের পাশাপাশি ইমার্জিং টোবাকোর দিকেও নজর রাখছি। 

সংবাদ সম্মেলনে সচিব বলেন,‘‘ভ্যাপিং এবং ই সিগারেটের ব্যবহার পূর্ব ও পশ্চিমের  দেশগুলোর মধ্যে  বেশি  হলেও বাংলাদেশও ঝুঁকিমুক্ত নয়। এ সব পণ্য ব্যবহারের মাত্রা কতটা বিস্তার  করেছে এ বিষয়ে সবশেষ গবেষণালব্ধ  তথ্য-উপাত্ত আমাদের কাছে নেই। তবে দেশে ইমার্জিং টোবাকো প্রডাক্ট’র ব্যবহার তরুণ ও যুব সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে বলেও যোগ করেন সচিব। 

তামক নিয়ন্ত্রণ কর্মসূচী সফল করার জন্য সবার সহযোগিতা চেয়ে সচিব বলেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। এ জন্য সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি। 

টিআর/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি