ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন বিজিবি প্রতিনিধি দল

যশোর (বেনাপোল) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৪, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ২ দিনের সফরে ভারতে গেছে। 

বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে দলটি ভারতে যায়। প্রতিনিধিদলটি চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতের ৬৪ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স’র (বিএসএফ) অধিনায়ক নিরোদ পাল তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান।

বিজিবি‘র দক্ষিণ-পশ্চিম অঞ্চল (যশোরের রিজিয়ন) কমান্ডার (অতিরিক্ত মহাপরিচালক) ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন রংপুর অঞ্চলের কমান্ডার বেনজিন আহম্মেদ, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল আরশাদুজ্জামান খান, স্টাফ অফিসার লে. কর্নেল আহম্মেদ জুনায়েদ, লে. কর্নেল রাহাদ নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা আরিফ আহম্মেদ ও পারুল দেওয়ান, স্টাফ অফিসার মেজর নাজিম উদ্দীন ও মেজর মফিজুর রহমান। 

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের কলকাতায় ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ৬ অক্টোবর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরবে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ নিয়ে সম্মেলনে আলোচনা হবে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি