ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শিক্ষা আইনের খসড়া মন্ত্রিসভায় উত্থাপন করা হবেঃ শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৫:২৭, ১৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২৭, ১৭ ডিসেম্বর ২০১৬

শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার দুপুরে রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সটবুকস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ’সময় নোট-গাইড ও কোচিং নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে মন্ত্রী বলেন, সাইফুরস কোচিংয়ের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেয়া হয়, তখন গণমাধ্যমের অনেকের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। গাইড বই ও কোচিং বাণিজ্য বন্ধ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানো, শিক্ষা কারিকুলাম এবং পাঠদানের পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনার কাজ চলছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি