ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

লাইসেন্স ছাড়া বাস র‌্যাপিড ট্রানজিট- বিআরটি নির্মান ও পরিচালনা শাস্তির বিধান রেখে আইনের খসড়া মন্ত্রীসভায় অনুমোদন

প্রকাশিত : ২০:৫৭, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ২০:৫৭, ৭ মার্চ ২০১৬

cabinetলাইসেন্স ছাড়া বাস র‌্যাপিড ট্রানজিট- বিআরটি নির্মান ও পরিচালনার জন্য অনধিক ১০ বছর কারাদন্ড এবং অনধিক ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই আইনটির খসড়ার অনুমোদন করা হয় । বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান,খসড়ায় ৫৩ টি ধারা ও ১০ টি অধ্যায় রাখা হয়েছে। নবম অধ্যায়ে বিভিন্ন অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। খসড়ায় বিশেষ মানবিক বিষয় বিবেচনা করে দূঘর্টনাজনিত কারনে ক্ষতিপূরন প্রদান করার বিধান রাখা হয়েছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি