ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বুধবার থেকে চট্টগ্রামের ৯টি সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা

প্রকাশিত : ১১:৪৭, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪৭, ১৮ ডিসেম্বর ২০১৬

বুধবার থেকে চট্টগ্রামের ৯টি সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। তিন হাজার ৬শ’ ৬৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হজার ৪শ’ ৫৬টি। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১১ জন। এরইমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। বন্দর নগরী চট্টগ্রামে সরকারি স্কুলের সংখ্যা ৯টি। এর মধ্যে তিনটি মেয়েদের এবং ছয়টি ছেলেদের। স্কুলগুলো হলো- ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়, মুসলিম হাই স্কুল, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এসব স্কুলে এবার ৫ম, ৬ষ্ঠ এবং ৯ম শ্রেনীতে আসন সংখ্যা ৩ হাজার ৬শ’ ৬৩টি। এর মধ্যে শুধুমাত্র পঞ্চম শ্রেনীতে আসন সংখ্যা ১ হাজার ৯শ’ ৬৮টি। এ’সব আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৪শ’ ৫৬টি। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১১ শিক্ষাথী। এদিকে, চট্টগ্রামের ২১টি স্কুলে বুধবার থেকে একযোগে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা নির্বিঘœ করতে সব প্রস্তুতি শেষ করার কথা জনিয়েছে জেলা প্রশাসন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধার সুষম বন্টনে এবার ক্লাষ্টার পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। তিনটি ধাপে এই পরীক্ষা হবে। প্রতিটি ধাপে একজন শিক্ষার্থী দু’টি শিক্ষা প্রতিষ্ঠানকে পছন্দের তালিকায় রাখতে পারবে বলেও জানান তিনি। ভর্তি পরীক্ষার পর দ্রুত ফলাফল ঘোষণা করা হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি