ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে

প্রকাশিত : ১২:১০, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:১০, ১৮ ডিসেম্বর ২০১৬

নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। প্রার্থীরা যেমন দিনভর গনসংযোগে ব্যস্ত তেমনি ভোটাররাও কষছেন নানা হিসাব। নির্বাচনী এলাকার পাড়া মহল্লার চায়ের দোকানে এখন শুধুই ভোট নিয়ে আলোচনা। তবে সবকিছুর পর যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততোই বাড়ছে ভোটের আমেজ। নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডের সবখানে এখন শুধুই ভোটের আলোচনা। ভোটাররা বলছেন, বুঝে শুনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। সিটি এলাকার রাস্তাঘাট, বর্জ্য ও পানি নিষ্কাশনসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবী রয়েছে বাসিন্দাদের। নগরীর উন্ন্য়ন ও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন এমন  প্রার্থীকেই বিজয়ী করতে চান ভোটারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি