ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে মাদ্রাসার ৬ শিক্ষার্থীকে নিয়ে এক শিক্ষক উধাও- অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের

প্রকাশিত : ২৩:৪৪, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৪৪, ৭ মার্চ ২০১৬

laskmipurলক্ষ্মীপুরে একটি হাফিজিয়া মাদ্রাসার ৬ শিক্ষার্থীকে নিয়ে এক শিক্ষক উধাও গেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুরে রহমানিয়া তালিমুল কুরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিভাবক ও স্থানীয়রা জানায়, ২ মাস আগে নোয়াখালীর কোম্পানিগঞ্জের হাফেজ জসিম হোসাইন চাকরি নেন এই মাদ্রাসায়। কিন্তু নানা বিষয়ে তার সঙ্গে মাদ্রাসা কমিটির বিরোধ দেখা দেয়। এরই জের ধরে ৬ ছাত্রকে নিয়ে তিনি উধাও হয়েছেন বলে ধারণা এলাকাবাসীর। এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মো. জসিম উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ঘটনাস্থল পরিদর্শন করে নিখোঁজ শিশুদের উদ্ধারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি