ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নিখোঁজের দু’দিন পর গাজীপুর থেকে পোশাক কারখানার কর্মী দীপক সাহার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ২৩:৩৯, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৩৯, ৭ মার্চ ২০১৬

gazipurনিখোঁজের দু’দিন পর গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকা থেকে পোশাক কারখানার কর্মী দীপক সাহার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ইন্টারস্টফ গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন দীপক। দু’দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ নিয়ে বিক্ষোভও করে শ্রমিকরা। সোমবার সন্ধ্যায় কারখানার ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দীপককে হত্যার পর কারখানার ভেতরে গুম করে রাখা হয়েছিল বলে দাবি তার পরিবারের সদস্যদের। তদন্তের পর প্রকৃত রহস্য বের হবে বলে জানায় পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি