ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নরসিংদী থেকে অপহৃত শিশু ভৈরব থেকে উদ্ধার, অপহরণকারী আটক

প্রকাশিত : ১১:৩৩, ১৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৩৩, ১৯ ডিসেম্বর ২০১৬

নরসিংদীর বেলাবো থেকে অপহৃত এক শিশুকে ভৈরবের কালিকা প্রসাদ এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। আটক করা হয়েছে অপহরণকারীকে। র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যায় নরসিংদীর বেলাবো উপজেলার চর আমলাবর গ্রামের ছেলে ইমরানকে অপহরণ করে তিন ব্যাক্তি। পরে তারা মোবাইল ফোনে ইমরানের মায়ের কাছে বিশ হাজার টাকা দাবী করে। ভৈরব র‌্যাব ক্যাম্পে ইমরানের মা বিষয়টি জানালে র‌্যাব অভিযান চালিয়ে ইমরানকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মিস্টু মিয়াকে আটক করা হয় । এ ঘটনায় ইমরানের মা জোসনা বেগম ভৈরব সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি