ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

প্রকাশিত : ১৯:০৭, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১০, ২০ ডিসেম্বর ২০১৬

নির্বাচনী প্রচারণার শেষ দিনে মিছিল-স্লোগানে সরগরম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা। উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীই। আর ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি এবং বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিনে সর্বাত্মক গনসংযোগ চালাচ্ছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থী। নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট মাইকিং আর কর্মী-সমর্থকদের মিছিল-স্লোগানে সরগরম। ১৬ নং ওয়ার্ডসহ বেশ কিছু এলাকায় ব্যাপক প্রচারনা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি। এসময় তিনি ভোটারদের উৎসাহ নিয়ে ভোট দিতে আসার আহ্বান জানান। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্বাচনে নারায়ণগঞ্জবাসী নৌকার পাশেই থাকবে, বলেন আইভী। আর বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান চাষাড়া মোড় থেকে ভুইয়ারবাগসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এসময় সরকার ও ইসির প্রতি সুষ্ঠু নির্বাচনের আশা রেখে সাখাওয়াত বলেন, জনগন স্বাধীনভাবে ভোট দিতে পারলে বিএনপিই জয় লাভ করবে। মঙ্গলবার মধ্যরাতেই শেষ হচ্ছে সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা। পুরো নারায়ণগঞ্জেই এখন ভোটের হিসেব নিয়ে ব্যস্ত ভোটাররা। সবখানে একটাই আলোচনা, কে হচ্ছেন তাদের পরবর্তী জনপ্রতিনিধি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি