ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিজিবি’র চেষ্টায় সীমান্ত হত্যাকাণ্ড কমেছে

প্রকাশিত : ১৭:৪৩, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৩, ২০ ডিসেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র চেষ্টায় সীমান্ত হত্যাকাণ্ড কমেছে। এছাড়া, দেশের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি’র ভূমিকারও প্রসংশা করেন প্রধানমন্ত্রী। পিলখানার প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের অনুষ্ঠানে বক্তব্যে এ’সব কথা বলেন তিনি। পরে বিজিবি’র দরবার হলে সবাইকে বাহিনীর শৃঙ্খলা বজায় রেখে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিজিবি দিবসে পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। সালাম গ্রহণের পর প্রধানমন্ত্রী চলতি বছর বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবি সদস্যদের সনদ ব্যাজ পরিয়ে দেন। এ’সময় প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিএসএফের সাথে বিজিবি’র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ফলে সীমান্ত হত্যাকাণ্ড কমেছে। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহকে জাতীয় জীবনের একটি কালো অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিজিবি সদস্যদের বিশ্বস্ততা পরীক্ষিত, তাদের আন্তরিক চেষ্টায় বিজিবি একটি গতিশীল ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে। একদিন এই বাহিনী বিশ্বের শ্রেষ্ঠ সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী ট্রিক ড্রিল, ডগ স্কোয়াডের ড্রিল উপভোগ করেন। এরপর বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে দরবারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ’সময় তিনি বলেন, সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারির ফলে চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচার এবং সীমান্ত অপরাধ আগের তুলনায় কমেছে। সীমান্তরক্ষার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি