ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭:৫৪, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৪, ২০ ডিসেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে নিয়ে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার সকাল ১১টার দিকে উখিয়ার কুতুপালং পৌঁছায়। পরে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং তাদের ওপর নির্যাতনের কথা শোনেন। এ’সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহিদুল হকও তাদের সঙ্গে ছিলেন। এছাড়া, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, কক্সবাজারের প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি