ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

১০ টাকা মূল্যের চাল বিতরণ প্রক্রিয়া ডিজিটালাইজড করার ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯:০৫, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৫, ২০ ডিসেম্বর ২০১৬

দশ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়ম ঠেকাতে পুরো প্রক্রিয়াকে ডিজিটালাইজড করার ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ’কথা বলেন তিনি। এ’সময় কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। আমন চাল সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সাথে খাদ্যমন্ত্রীর এই মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম খাদ্য বিভাগ। এবার চট্টগ্রাম বিভাগে ৩৫ হাজার মেট্রিক টন আতপ চাল ও ১০ হাজার মেট্টিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানানো হয় সভায়। খাদ্য কর্মকর্তারা বলছেন, ফেব্র“য়ারি মাসের মধ্যেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাল সংগ্রহ করা সম্ভব হবে। হতদরিদ্রদের তালিকা তৈরির ক্ষেত্রে খাদ্য কর্মকর্তাদের সচেতন থাকার পাশাপাশি অনিয়ম দূর করতে এ’সব নাম জনসম্মুখে প্রকাশ করার নির্দেশ দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। সভায় খাদ্যমন্ত্রী ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়ম বন্ধে খাদ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ প্রক্রিয়াকে ডাটাবেইজের আওতায় আনার কথা জানান। সভায় জেলা প্রশাসক শামসুল আরেফিনসহ ১১টি জেলার খাদ্য কর্মকর্তা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি