ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেক্সিকোতে আতশবাজির মার্কেটে বিস্ফোরণ, নিহত ২৭

প্রকাশিত : ১০:৩০, ২১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:৩০, ২১ ডিসেম্বর ২০১৬

মেক্সিকোতে আতশবাজির একটি মার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক। মেক্সিকোর উত্তরাঞ্চলিয় শহর তুলতেপেকে মঙ্গলবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা  হচ্ছে।  মেক্সিকো রেড ক্রস জানিয়েছে ঘটনাস্থলে ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তুলতেপেকের জরুরি সেবা সংস্থার উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের ওই মার্কেটের আশেপাশের এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো। ২০০৫ সালেও আতশবাজির এই মার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি