ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত : ১০:১২, ২২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:১২, ২২ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্বতস্ফূর্ত ভাবে কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছে ভোটাররা। সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে ভোট দিয়েছেন আলোচনায় থাকা দুই মেয়র প্রার্থী আইভী-সাখাওয়াত। ফলাফল মেনে নেয়ার আশ্বাসও দিয়েছেন তারা। এদিকে নির্বাচনকে ঘিরে পুরো শহর জুড়ে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে প্রশাসন। কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্র গুলোতে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে আসছে ভোটাররা। সকাল সাড়ে আটটায় আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেয়ার আশ্বাস দেন। এদিকে সাড়ে ৯টায় দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। ২৭ টি ওয়ার্ডের ১৭৪ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট উপলক্ষ্যে শহরজুড়ে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য। আরো থাকছে র‌্যাবের ৬০০ সদস্য। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি