ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আলবদর বাহিনীর শীর্ষনেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল

প্রকাশিত : ১০:০০, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৫০, ৮ মার্চ ২০১৬

যুদ্ধাপরাধী জামাত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদন্ডাদেশ আপিল বিভাগেও বহাল রইলো। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এদিকে, রায় নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। আর আসামীপক্ষ বলছে, পূর্নাঙ্গ রায় পেয়ে রিভিউয়ের সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার সকাল নয়টার শুরু হয় আপিল বিভাগের কার্যক্রম। তবে আগেরদিনের কার্যতালিকায় ১ নম্বরে মীর কাশেম আলীর আপিলের রায়ের মামলাটি থাকলেও তা এদিন দাপ্তরিক ভুলের কারনে তালিকাভুক্ত ছিলো না। তবে প্রধানবিচারপতির আদেশে কার্যতালিকায় নিয়ে আসা হয় মামলাটি। সকাল ৯.৪০মিনিটে সংক্ষিপ্ত রায় পড়া শুরু হয়। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখে। সন্দেহাতীতভাবে মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি অভিযোগের মধ্যে ১০টি’র প্রমান পায় আদালত। কিশোর মুক্তিযোদ্ধা জসিমসহ ছয় জনকে হত্যার দায়ে মৃত্যুদন্ড দেয়া হয় কাশেম আলীকে। আর অন্যান্য অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয় । রায়ে সন্তোষ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আপোষের সুযোগ নেই। মীর কাসেম আলীকে দেয়া মৃত্যুদন্ডাদেশ মেনে নিয়েছে আসামী পক্ষ। তবে পূর্ণাঙ্গ রায়ের কপি পেয়ে রিভিওয়ের সিদ্ধান্ত জানাবেন তারা। চট্টগ্রামের আলবদর কমান্ডার মীর কাসেম আলীর মামলাসহ এ পর্যন্ত মোট সাতটি আপিল মামলার নিষ্পত্তি করেছে আপিল বিভাগ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি