ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি

প্রকাশিত : ১৪:১১, ২২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:১১, ২২ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বুধবার রাত পর্যন্ত নানা ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা থাকলেও নির্বাচনের পরিবেশ সন্তোষজনক আছে। শেষ পর্যন্ত পরিবেশ এমন থাকলে বিএনপির প্রার্থীর বিজয় সুনিশ্চিত বলেও দাবি করেন এই নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি