ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজধানীতে বন্দুকযুদ্ধে যুবকের মৃত্যু

প্রকাশিত : ১০:০২, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১০:০২, ৮ মার্চ ২০১৬

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে খিলগাঁও খিদমাহ হাসপাতাল সংলগ্ন রেললাইনে এ বন্দুকযুদ্ধ হয়। পুলিশ জানিয়েছে, গতরাত ৩টার দিকে ঐ এলাকায় জঙ্গিরা বৈঠক করেছে, এমন খবর পেয়ে তারা সেখানে অভিযান চালান। জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে, ঐ যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি