ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বেশিরভাগ পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী

প্রকাশিত : ১৩:৩৯, ২৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৯, ২৩ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়রের পাশাপাশি বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর পদেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল পেয়ে নবনির্বাচিত কাউন্সিলররা উল্লাস প্রকাশ করে এলাকার উন্নয়নে কাজ করার কথা জানান। মেয়র পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পর বৃহস্পতিবার রাতেই নির্বাচনী কর্মকর্তারা কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন নবনির্বাচিত কাউন্সিলর ও তার সমর্থকরা। ২৭টি ওয়ার্ড কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলরের পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করে এলাকার উন্নয়নে অবদান রাখার প্রত্যয় জানান তারা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নির্বাচনে জয়ী বিএনপি সমর্থিত কাউন্সিলররাও। পূর্ণাঙ্গ ফলাফলের গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি