ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

প্রকাশিত : ১৫:১২, ২৩ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১২, ২৩ ডিসেম্বর ২০১৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। পরাজিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানের অভিযোগ বিবেচনা করে ভোট পুণঃগণনা এবং ফলাফল খতিয়ে দেখারও দাবি জানিয়েছে দলটি। আর, এই ফলাফলকে মিডিয়া ক্যু হিসেবে অভিহিত করেছেন নির্বাচনে বিএনপির সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচনের আবহ সৃষ্টি করে সূক্ষ কৌশলে সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ভোটের হার সন্দেহজনক বলে জানান তিনি। আর এই নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেন, নির্বাচনে ভোটারদের অংশগ্রহন প্রশংসনীয়। বিএনপির পরাজয়ের কারণ অনুসন্ধান করা হবে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি