ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মার্কিন বিমান হামলায় দেড়শ’রও বেশি জঙ্গি সদস্য নিহত

প্রকাশিত : ১২:৫৯, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৫৯, ৮ মার্চ ২০১৬

মার্কিন বিমান হামলায় সোমালিয়ায় জঙ্গি সংগঠন আল-শাবাবের দেড়শ’রও বেশি সদস্য নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষাদপ্তর পেন্টাগন জানায়, মোগাদিসু থেকে প্রায় দুইশ’ কিলোমিটার উত্তরে আল শাবাবের একটি প্রশিক্ষণ ক্যাম্পে ড্রোন হামলা চালানো হয়। প্রাথমিকভাবে এ হামলায় দেড়শতাধিক জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন বাহিনী। সম্প্রতি ওই ক্যাম্প থেকে সোমালিয়ায় নিযুক্ত মার্কিন সেনাদের হত্যার হুমকি দেয়া হয়। আল-শাবাব দমনে ২০১১ সাল থেকে অভিযান চালিয়ে আসছে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি