ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ এসএসসি ও সমমান পরীক্ষা

প্রকাশিত : ১৪:১৮, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:১৩, ১ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার্থীরা। এ বছরই প্রথম আগে এমসিকিউ অংশের পরীক্ষা নেয়া হয়েছে। অন্যদিকে পরীক্ষা সুষ্ঠু করতে ভিজিল্যান্স টিমের পাশাপাশি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। প্রথম দিনে পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থদের নিয়ে ভীড় করতে থাকেন অভিভাবকরা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৩শ’ ৯০টি স্কুলের  ১শ’ ৪৬টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ হাজার ২’শ ৪৩ জন্য পরিক্ষার্থী অংশ নেন। সকালে শিক্ষাবোর্ড চেয়ারম্যান জিয়াউল হক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৬৯টি কেন্দ্রে এবার এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১২ হাজার ৯৫৯ পরীক্ষার্থী অংশ নেন। অন্যদিকে পরীক্ষা সুষ্ঠু করতে কেন্দ্র পরিদর্শনে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এ বছর খুলনা জেলায় ৩৯৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অংশ নেন। ২ হাজার ৬১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৫২ হাজার ৫৬৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে। পরীক্ষা শুরুর পর রাজশাহী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক সামসুল কালাম আজাদ নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলা থেকে ১ লাখ ৪৯ হাজার ৯শ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য ১৫৬ টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলায় শুরু হয়েছে স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এ শিক্ষা বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলার ১ হাজার ৬ শত ৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৬০ হাজার ৮ শত ৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। মেহেরপুর জেলার ৩ টি ভোকেশনাল ও ২ টি দাখিল সহ মোট ৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পটুয়াখালী জেলায় মোট ৫২ টি কেন্দ্রে প্রায় ১২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সারাদেশের মতো গাজীপুর, সাভার ও ধামরাই, কুমিল্লা, পিরোজপুর, নড়াইল ও মুন্সিগঞ্জে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি