ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির যে সংগ্রাম, নারায়ণগঞ্জে তার আংশিক সফল হয়েছে : ফখরুল

প্রকাশিত : ১৪:৫৬, ২৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৩, ২৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কিছু প্রশ্ন থাকলেও নারায়ণগঞ্জ নির্বাচন বিএনপির দীর্ঘ দিনের সংগ্রামের আংশিক অর্জন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির চাপের মুখেই নির্বাচনের পরিবেশ বাজায় রাখতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখুরুল জানান, নির্বাচনের ভিতরে কি হয়েছে তা পর্যবেক্ষন করছে বিএনপি। এদিকে প্রেসক্লাবে নাগরিক ফেরামের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ। নারায়ণগঞ্জ নির্বাচনে দুই প্রার্থী সমান সুযোগ পায়নি বলে অভিযোগ করেন তিনি। বিএনপি নেতারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেও নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি