ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে: ইলেকশন ওয়ার্কিং গ্রুপ

প্রকাশিত : ১৪:৫৯, ২৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৯, ২৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্র“প। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকস্তরের নিরাপত্তায় অনুষ্ঠিত এ’ নির্বাচনে জাল ভোট কিংবা সহিংসতার ঘটনা ঘটেনি। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্র“পের পরিচালক আব্দুল আলীম জানান, ৯৬ শতাংশ কেন্দ্রে দেখা গেছে, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রবেশ নিশ্চিত করে ভোট গণনা শুরু হয়। সংগঠনটি বলছে, গর্ভবতী নারী, দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের ভোট প্রদানে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছিলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি