ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

‘বিজিবির হাতে বিএসএফ নিহত অনাকাঙ্ক্ষিত ঘটনা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৪:২২, ১৮ অক্টোবর ২০১৯

বিজিবির হাতে বিএসএফ নিহত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তিনি বলেন, বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই এ ধরনের ঘটনা ঘটলে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান করি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

জানা গেছে , রাজশাহীর পদ্মা নদীর বাংলাদেশ সীমান্তের মধ্যে এসে ইলিশ ধরার সময় ভারতীয় জেলেকে আটক করাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের গোলাগুলিতে এক বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ।

বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চায়। জবাবে আসাদুজ্জামান কামাল বলেন, ‘আমি এ তথ্য জানতে পেরেছি বিজিবির মাধ্যমে। এ সময় কয়েকজনকে আটক করলে তারমধ্যে একজন বিএসএফ জওয়ানও ছিল। তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার কথা জানালে তারা পালানোর চেষ্টা করে এবং ওপেন ফায়ার করে। তখন আমাদের সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা গুলি ছুঁড়লে তাতে অনাকাঙ্ক্ষিতভাবে এক বিএসএফ জওয়ান নিহত হয়।’

টিআর/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি