ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ১৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ২২:৩৫, ১৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিত্রশিল্পী তার চিত্রকর্মে আবহমান বাংলার স্বরূপ প্রকাশের পাশাপাশি নিরীক্ষাধর্মী শিল্পকর্মের জন্য শিল্পীমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছেন।

তিনি বলেন, তার (কালিদাস কর্মকার) কর্ম নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একুশে পদক বিজয়ী এই খ্যাতিমান চিত্রশিল্পী ৭৩ বছর বয়সে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরলোক গমন করেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি