ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী উদযাপন করেছে জাতীয় কবিতা পরিষদ

প্রকাশিত : ২০:৩২, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৩, ২৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হকের ৮১ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে জাতীয় কবিতা পরিষদ। বাংলা একাডেমীতে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজনে যোগ দিয়ে ভক্ত-অনুরাগীরা বলেন, গুনী এ লেখকের লেখা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। বিভিন্ন ভাষায় তার সাহিত্যকর্ম অনুবাদ করার কথাও বলেন তারা। ১৯৩৫ সনের ২৭ শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহন করেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক। সাহিত্য অঙ্গনের এই উজ্জল নক্ষত্র তার কবিতায় যেন পরিচয় দেন প্রতিটি বাঙ্গালীর। বলেন, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তে বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। কখনোবা আবার সদ্য স্বাধীন মাতৃভূমিকেও অভিবাদন জানান তার লেখনিতে। উচ্চারন করেন, তোমাকে অভিবাদন, বাংলাদেশ, তুমি ফিরে এসেছ তোমার মানচিত্রের ভেতরে যার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তেরো শো নদীর ধারা। চলতি বছররের ২৭ শে সেপ্টেম্বর সবাইকে চোখের জলে ভাসিয়ে লোকান্তরিত হন কবি। আমি চক্ষু দিয়া দেখতাছিলাম জগৎ রঙ্গিলা। এবার কবিকে ছাড়াই আয়োজন করতে হয়েছে তাঁর জন্মবার্ষিকী। পরে কবি ও আবৃত্তিশিল্পীরা তার লেখা ও তাকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন। বিভিন্ন ভাষায় সৈয়দ হকের সাহিত্যকর্ম অনুবাদ করা হলে বাংলা সাহিত্য বিশ্বদরবারে আরো মর্যাদার আসনে আসিন হবে বলেও মনে করেন ভক্তরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি